রেজিস্টেশন করার নিয়ম

একাউন্ট রেজিস্ট্রেশন

একাউন্ট রেজিস্ট্রেশন

রেজিস্ট্রেশন পক্রিয়া
১। যেকোন ভাষায় আপনার নাম লিখতে হবে।
২। ইংরেজীতে ইমেল লিখতে হবে। যেমন: abc@gmail.com
ব্রি:দ্র: ইমেল না থাকলে যেকোন ইংরেজী শব্দ (যেমন আপনার নাম) এর শেষে @gmail.com দিলেও একাউন্ট করা যাবে। তবে সঠিক ইমেল ব্যবহার করার জন্য অনুরোধ রইল। কারণ একাউন্টের অধীনে আপনার প্রফাইলে এই ইমেলটি প্রদর্শিত হবে। যোগাযোগ ফরম এর মাধ্যমে এই ইমেলে অন্যরা চাইলে আপনাকে মেইল করতে পারবে। কিন্তু ফেক ই-মেইল এর ক্ষেত্রে এই সুবিধাগুলো পাওয়া যাবে না।
৩। ইংরেজীতে যেকোন একটি পাসওয়ার্ড দিতে হবে। এবং এটি মনে রাখতে হবে। কারণ আপনার উল্লেখিত ইমেল ও এই পাসওয়ার্ড যা আপনি রেজিষ্টেশনের সময় ব্যবহার করেছেন এর মাধ্যমেই পরবর্তীতে লগিন করতে পারবেন। ৪। বিজ্ঞাপন দিতে চাইলে “বিজ্ঞাপনদাতা“ আর খেদমতপ্রার্থী হলে “আবেদনকারী” অপশন নির্বাচন করুন।
৫। এরপর নিচের বক্সে “এখানে টিক দিন” এ টিক দিতে হবে।
৬। সর্বশেষ “রেজিস্ট্রেশন“ বাটনে ক্লিক করুন।
উপরোক্ত ৬টি কাজ করার দ্বারা আপনি সফলভাবে রেজিষ্টেশন করে আপনার মূল একাউন্টে প্রবেশ হয়ে যাবেন ইন-শা-আল্লাহ ।

আপনার মন্তব্য


আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আপলোড হচ্ছে
Color SWITCHER